বনবন তেরং
কবি: স্বাগতা আচার্য্য
দুধসাদা কাগজে মাখাতে হবে রং।
শিশুদের কলি কলি আঙুলে ছুটছে উদ্যম।
কেউ ঘষছে গেরুয়া সমতট।
এফোঁড়-ওফোঁড় হয়ে ফুটে উঠছে পোড়ামাটির খেলাঘর।
ধুলোবালির সংসারে অনাবাদি জমি
ওরা এখনও শেখেনি মাখাতে গেরুয়ায়।
মা বলে দিয়েছে এক ঘন্টায় স্বাধীনতা আঁকতে …