লেখক : প্রভঞ্জন ঘোষ
এতটা সম্মান ভালো নয়
ভালো নয় এতই সম্ভ্রম।
আসুন একটু অ-ভদ্র হই-
অন্যথায়, পথ তোমায় করবে বন্দি
অন্যথায়, অফিস দেবে টিপ্পনী;
অন্যথায়, রাস্তার শ্বাপদগুলো
উরুত আঁচড়ে
করে দেয় রুগি!-
আসুন নিজেরাই একটু বন্য হই।
আসুন সহাস্য, বন্ধন খুলুন
বন্দিদশা কে চায় বলুন?
লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
আমি শ্রী প্রভঞ্জন ঘোষ। আগে সবরকম কবিতা লেখার চেষ্টা করতাম। সমাজের কোথায় যেন কিছু অসঙ্গতি দেখে বর্তমান লেখালেখিতে কিছু পরিবর্তন হয়েছে।
বেশ ভালো লেখা।