লেখক : প্রভঞ্জন ঘোষ
প্রাসাদ নগরী
চরম উৎকর্ষ নিয়ে একাধারে।
ঝুল ও ডালপালা নিয়ে
ল্যাম্পপোস্টের গোড়ালিগুলো করছে ভঙ্গুর
অন্যদিকে;
উগ্র গন্ধকযুক্ত উদজান
কোমল নাভিপদ্মে তুলছে
পরস্পরবিরোধী তরঙ্গ।
একাধারে
রঙের নিবিড়তা দেখি
আলোর উজ্জ্বল মঞ্চে
চুমকির মতো চিকমিকিয়ে ওঠে
প্রতিটি আহ্লাদ,
আহারের ঘ্রাণ ছোটে
রেস্তোরাঁর, প্রতিটি আবাসের কার্নিশে।
প্রতিটি ভিড়ের মাদকতায় মিশে যাই
নিক্কনে মিল পাই মোজার্ট রাগিনী!
একাধারে, আশীর্বানী পাই
নিরন্নের সাপুড়ে বিন
অন্যদিকে, এ শহর
পাঁজরের প্রতিটি প্রকোষ্টে তুলে যায়
অবিচ্ছেদ্য আহাজারি!
হায়েনা
আর কিছু দেখি না
চারিদিকে হায়েনা
নখরে নখর ঠুকে
বাজাচ্ছে বাজনা।
বাজাচ্ছে ঝাঁপতাল
ঝিঞ্ঝোটি, মালকোষ
শব্দেত্তর বাণে
হুঁশ রাখা যায় না।
খেঁচাখেঁচি ছেঁড়াছিঁড়ি
হেঁচকানো মারটান
হাড্ডি ও ছাল নিয়ে
অবিরাম সাপটান।
দিবসেও জ্বলে চোখ
আঁধারে তো কথা নেই
চারিদিকে উন্মুখ
হায়েনার হৈ চৈ।
কারু’ ধার ধারে না
ষড়ঋতু মানে না
পাখি থেকে পতঙ্গ
কিছু বাদ যায় না।
লাদালাদি হিন্দোল
গড়াগড়ি দস্তুর
হায়নায় ধরিত্রী
চির জরাজীর্ণা!
কবির কণ্ঠে হায়েনা কবিতার পাঠ শুনুন এখানে
লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী