অপহরণ (অন্তিম-পর্ব)

মূল কাহিনী ও চিত্ররূপ : অর্ণব কুমার মন্ডল

ধড়াম !!!!!
সন্তু : জিমি ওই পিস্তল টা কেড়ে নে !!
শয়তানগুলো : ওদের পিছনে নিশ্চয়ই এখন পুলিশ আসবে
চল আমরা পালাই …. বাকিরা ধরা পড়ে গেছে।
বাঁচা… বাঁচাও…
ওরে বাবা !!!!!!!!
এখানে কতো সোনাদানা , মনিমানিক লোকানো রয়েছে ….
সর্বনাশ!
এখানে এত টাকা লোকান আছে ?
ধন্যবাদ তোমাদের এই কিডন্যাপ গাং কে ধরিয়ে দেবার জন্যে ….
তোমাদের পুরস্কার দেওয়া হবে ।

*সমাপ্ত*


আগের ও পরের পর্বের লিঙ্ক<< অপহরণ (পর্ব- ৫)

লেখক পরিচিতি :
জন্ম ১৮ই শ্রাবন ১৩৮৯( ৪ঠা আগস্ট ১৯৮২)কলকাতা,ভারত।শৈশব কেটেছে দমদম ক্যান্টনমেন্টের মাটিকোল অঞ্চলে । শিক্ষা কলকাতায় । শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ।বর্তমানে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত । ছবি আঁকা আর লেখালেখি করা শখ ।ইতিমধ্যে কিছু লেখা প্রকাশিত বিভিন্ন পত্রিকায় ।অঞ্জলি প্রকাশনীর হাত ধরে পূর্ণদৈর্ঘ্যের অলৌকিক ও ডিটেকটিভ গল্পের সম্ভার নিয়ে "চক্রব্যূহ" ও সামাজিক উপন্যাস " স্বদেশ" প্রকাশিত হয়েছে । দেশে ও বিদশে চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে বহুবার ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum