ইভেন্ট: স্বাধীনতা ১৪২৭ ।। কবিতা প্রতিযোগিতার ফলাফল


‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়…’! স্বাধীনতা আমাদের সকলের কাছেই বড় আকাঙ্খার বস্তু। দাসত্ব-শৃঙ্খল ভেঙ্গে অনাদিকাল থেকেই মানুষ খুঁজেছে মুক্তির পথ। স্বাধীনতার ধারণা সকলের কাছে এক নয়, আবার ক্ষেত্রভেদে তার সংজ্ঞাও বদলে যায়। আপনার কাছে স্বাধীনতার অর্থ কী? সেই নিয়ে লেখালিখির পক্ষ থেকে আমরা আয়োজন করেছিলাম এক ইভেন্টের, বিষয় “স্বাধীনতা” – যেখানে আপনারা লিখেছেন স্বাধীনতা নিয়ে আপনাদের ভাবনাচিন্তার কথা। কবিতা ছিল এই ইভেন্টের প্রতিযোগিতা বিভাগ। আজ তারই ফলপ্রকাশ।

যেমনটি বলা হয়েছিল, লেখার জনপ্রিয়তার নিরিখে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচিত হয়েছে। কোন লেখা কতটা জনপ্রিয় তা নির্ধারিত হয়েছে গুগল এনালিটিক্স থেকে প্রাপ্ত তিনটি প্যারামিটার – ‘টোটাল পেজভিউ’, ‘ইউনিক পেজভিউ’, ‘এভারেজ টাইম অন পেজ’ এর ওপর ভিত্তি করে। এই তিনটি প্যারামিটার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিচে বিজেতাদের নাম দেওয়া হল।

প্রথম বিজেতা : বিগ্রহ হাজরা। তাঁর লেখা “রক্তে লেখা স্বাধীনতা” কবিতাটির টোটাল পেজভিউ ৪৪৯, ইউনিক পেজভিউ ২৮৭ এবং এভারেজ টাইম অন পেজ ১৯৯ সেকেন্ড। কবিতাটি আপনিও পড়তে পারেন এখানে

দ্বিতীয় বিজেতা : সন্দীপন ভট্টাচার্য্য। তাঁর লেখা “স্বাবলম্বী” কবিতাটির টোটাল পেজভিউ ৪৯৪, ইউনিক পেজভিউ ২৬৭ এবং এভারেজ টাইম অন পেজ ১৬২ সেকেন্ড। কবিতাটি আপনিও পড়তে পারেন এখানে

তৃতীয় বিজেতা : শিবানী পান্ডা। তাঁর লেখা “মুক্তির স্বাধীনতা” কবিতাটির টোটাল পেজভিউ ৩৯৭, ইউনিক পেজভিউ ২৭২ এবং এভারেজ টাইম অন পেজ ১৭৩ সেকেন্ড। কবিতাটি আপনিও পড়তে পারেন এখানে

সমস্ত বিজেতাদের জানাই আমাদের শুভেচ্ছা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন