অপহরণ (পর্ব- ৪)

মূল কাহিনী ও চিত্ররূপ : অর্ণব কুমার মন্ডল

রিনি: এদিক দিয়ে সুড়ঙ্গ পথে , জল পেরিয়ে একটা বেরোনোর রাস্তা আছে …
…রিন্টু দেখ কতগুলো লোক ঐ গুহা পথে পালাচ্ছে ….
সন্তু: ওরা কারা ! এতো অন্ধকারে লাইট হাউস এর নীচে কি করছিল ?
রিন্টু: রিনি এদিকে দেখ …. একটা লোক হাত পা বাঁধা অবস্থায় রয়েছে।
রিনি : রিন্টু, সন্তু তাড়াতাড়ি ওনার বাঁধা হাত দুটো খুলে দে ।
অপহৃত ব্যক্তি: ধন্যবাদ , আমার বাঁধন খোলার জন্যে…।
তোমরা কারা!!!!
তাড়াতাড়ি পালাও…. ঐ শয়তান গুলো যেকোনো সময় ফিরে আসতে পারে …।

ক্রমশ…
পরবর্তী পর্বের জন্য চোখ রাখুন আমাদের সববাংলায় লেখালিখি সাইটে ১২-০৯-২০২৪

আগের ও পরের পর্বের লিঙ্ক<< অপহরণ (পর্ব-৩)অপহরণ (পর্ব- ৫) >>

লেখক পরিচিতি :
জন্ম ১৮ই শ্রাবন ১৩৮৯( ৪ঠা আগস্ট ১৯৮২)কলকাতা,ভারত।শৈশব কেটেছে দমদম ক্যান্টনমেন্টের মাটিকোল অঞ্চলে । শিক্ষা কলকাতায় । শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ।বর্তমানে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত । ছবি আঁকা আর লেখালেখি করা শখ ।ইতিমধ্যে কিছু লেখা প্রকাশিত বিভিন্ন পত্রিকায় ।অঞ্জলি প্রকাশনীর হাত ধরে পূর্ণদৈর্ঘ্যের অলৌকিক ও ডিটেকটিভ গল্পের সম্ভার নিয়ে "চক্রব্যূহ" ও সামাজিক উপন্যাস " স্বদেশ" প্রকাশিত হয়েছে । দেশে ও বিদশে চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে বহুবার ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন