স্বাধীনতা কথাটির মানে
কবি: গোবিন্দ মোদক
“স্বাধীনতা” মানে বানান করে লেখা কোন শব্দ নয়
নয় কাগজ বা কাপড়ের পতাকা
কিংবা কিছু ফুল, ধূপ, ধুনো, আবির বা মিষ্টিমুখ
কিংবা মুঠোবদ্ধ হাত শূন্যে ছুঁড়ে সমবেত স্লোগান
কিংবা ধোপদুরন্ত সফেদ পোশাক পরে
মাইকের সামনে দাঁড়িয়ে দেওয়া …