আমার স্বাধীনতা
কবি: বুদ্ধদেব দাস
সত্তর বছরেরও বেশী সময় ধরে হয়েছি আমরা স্বাধীন,
বিবেক ও মানবিকতার দিক থেকে এখনতো আমারা পরাধীন।
নিজের ছেলেকে পড়াও তোমারা প্রাইভেট স্কুলে;
বছর দশেকের বাবা হারা ছেলেটা কাজ করে, তোমদের কারখানায়, হোটেলে।
স্কুল থেকে ফিরে এসে ছেলে …