অন্য রকম স্বাধীনতার স্বপ্ন
কবি: কৌস্তভ দত্ত
আমি কোনো নারীবাদী নই,
নই কোনো পুরুষতন্ত্রের পূজারী,
আমি কবি,
আমি স্বপ্ন দেখি,
আর গান লিখি।
আমি মুক্তির গান লিখি।
আমি স্বপ্ন দেখি এক নতুন ভোরের,
এক অন্য রকম স্বাধীনতার দিনের।
আমি স্বপ্ন দেখি সেই স্বাধীনতার দিনটার,…