বিলাপমালা
লেখক : ইন্দ্রনীল কাঞ্জিলাল
ফুরিয়ে আলো আকাশ কালো, মেঘ জমেছে অনেকক্ষণ।
বিষাদমধুর বাসরঘরে আজ বিরহের নিমন্ত্রণ!
ছাইয়ের ভিতর আগুন জ্বলে, বুক অথবা তেপান্তর।
নামেই শুধু দুঃখবিলাস, যন্ত্রণাটি নিরন্তর!
চোখের সাথে চোখের আলাপ, শুনছে শুধু অন্ধকার।
মাঝরাস্তায় জমছে ধুলো, প্রলাপ এবং …

