তোমার চোখের প্রাতুর্যে
লেখক : আলী ইব্রাহিম
তোমার চোখের প্রাতুর্যে আমি প্রেমিক হয়েছি
তোমার চোখের আরাধ্যে আমি কবি হয়েছি
পৃথিবীতে এমন সুন্দর চোখ দেখিনি আর!
তোমার চোখের গভীরতায় আমি আকাশ দেখতে পাই
ওই বিশালতায় তাকিয়ে আমি ওলট-পালট হয়ে যাই।
বলতে চাই, ভালোবাসি। ভালোবাসি। …

