পরিণীতা
লেখক : কাশফিয়া নাহিয়ান
সারাজীবনের জন্য পারবে তো আমায় আপন করে নিতে?
আমি এমন একটি মানুষের পরিণীতা হতে চাই যে বলবে তুমি খেয়েছো
ধূসর পৃথিবীতে এমন আগুনের তাপ এলো হঠাৎ–
এ তো হওয়ারই ছিলো–
লোভী মানব সভ্যতার উৎসবের ফসল।
জ্বলছে দেহ, হারছে বিজ্ঞান–
তবু উৎসবের নেই কোনো ছেদ–
তবুও আনন্দের নেই কোনো সীমা।
মানুষ-মন কি অসাড় হলো!…
সফল পলায়ন
জাগরিত ব্যর্থতা
নালিশ গলানো
হাপিত্যেশের দেশ
একটু ভুতুড়ে বিশ্রাম
তবু
ভরসা জোগাবে
সাদা গ্লোবে নিভন্ত উনান
শেষ প্রচারিত মনোবিজ্ঞানের মাটির কলস
ফিরে যাওয়া ছুটির মেয়াদ
হাত ধরে নিয়ে আসে মরশুমি পাখির হদিশ
ফসল তোলার …
আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি নিজেকে;
শুয়ে থাকার প্রতিচ্ছবি ক্রমশ প্রকট হচ্ছে ওপারে…
মেরুদণ্ড শরীরের সাথে মিলিয়ে গেছে অনুভূমিক তলে।
চোখ দুটি বিস্ময়ে বিস্ফারিত-
যদিও বিস্ময় মুখ লুকিয়েছে চশমার আড়ালে,
চোখ স্বাচ্ছন্দ্য খুঁজছে।
তাই নেত্রপল্লব তার ওঠানামা …
অনেক কিছু আমরা দেখে ও দেখি না
আমাদের পাপ সেখানেই
বল্মীক বাসা বাঁধে,
অবক্ষয়ের ত্বক বিচ্যুত হয় অবিরল –
সমাবেশ বিচ্যুত হয়, সঙ্ঘ বিচ্যুত হয়
বিচ্যুত হয় বৃহত্তর প্রকল্প———
জগৎকল্যাণ যজ্ঞে সমারূঢ় হই
এসো, সংকল্প করি …
‘হীরের আংটি’-টা ভারি পছন্দ হয়েছিল।
সেদিন ছিল ‘উনিশে এপ্রিল’,
হঠাৎ এলো তপ্ত ‘দহন’ কাল।
যেদিন ‘বাড়িওয়ালি’-র হয়েছিল, গভীর ‘অসুখ’।
তাই তো ‘উৎসব’-এ সায় দেয়নি, ‘তিতলি’-র মন।
সুস্থ হলে পর, না হয় হবে ‘শুভ মহরত’!
আহ্ ‘চোখের …
বরং একটা কথা দেওয়াই যাক
নিতে হবে কিন্তু
ব্যাপক নিস্তব্ধতা
গোলাকার কোলাহলের ভিতর
এক মরশুমি আহাম্মক
ব্যাপক চতুরতা
পায়ে পায়ে
চলে যায় কথা
রহস্য
নমস্য নিমতিতা
তবু, কথা দিলাম
এপ্রান্তের সব হলাহল আমার
তোমার নয়
কথা …
পুরনো মাটির বাড়ি, খড়ে-ছাওয়া, গাছগাছালির
সবুজে ঘেরা, হাঁস মুরগীর দর্বা, লাঙল জোয়াল
ঘুঁটে লকড়ির ডাঁই, জাফরির বেড়া, বিচালির
গাদার গম্বুজ, পাশে আটচালা, সংলগ্ন গোয়াল ।
আঙিনায় খড়ে-ছাওয়া পুরাতন ধানের মরাই
গরুর গাড়ির চাকায় বসানো; টিনের ফটকে…
অন্ধকার থেকে অন্ধকারতরের দিকে যাচ্ছি
অন্ধকারতমতা আমাদের গন্তব্য।
তবু কিছু মানুষ স্বপ্ন দ্যাখে –
নতুন শুরুর কথা কয়…; কোরাসে।
কৃষ্ণগহ্বরে বিলীন হব আমরা –
হতেই হবে, সৃষ্টির নিয়ম মেনে;
অথচ তার বহু বহু বছর আগেই…
ক্ষমতার লোভ …
নাই ভালো তাই ভালো
তাই ভালো নাই ভালো কাঠি,
শুক্ কীট্ নাই ভালো
নাই ভালো ধূলো ঘাঁটাঘাঁটি।
চুম্বক নাই ভালো
তাই ভালো নাই টানাটানি-
ঠন্ ঠনে তীর নাই
নাই ভালো তাই ঝনঝনি।
কন্ঠর রেখা নাই
নাই …
ক্ষমা করো প্রভু
ঘটে যদি প্রমাদ কভু
নিদারুণ কঠিনসম,
ক্ষমা করো হে নিরুপম।
কেটেছে কত অহর্নিশ
ক্ষুদ্র তুচ্ছ কর্মে, জ্ঞাতে-অজ্ঞাতে
তোমাকে ভুলে।
আমার এ ভুল
তুমি ক্ষমিও।
কত মিছে কথা, কত মিছে হাসি
কত দীর্ঘশ্বাস,
কত …