লেখক : পার্থ সরকার
প্রাচীন বলয়
অবতার প্রকল্পে বাতাস
জল ওঠা দুপুর
নাদুস প্রোটিন
আলাপ বীর্যহীন
ফাঁপা মানচিত্র
তবু, খাদ্যপ্রকল্প
তবু, অপুষ্টি সুরতরঙ্গে
সৃষ্টির প্রথম খনন
ব্যবধানে
জয় হোক জাতিস্মরেরে।
লেখক পরিচিতি : পার্থ সরকার
পার্থ সরকার কবিতা লেখেন মূলত তার সেজদা স্বর্গীয় শঙ্কর সরকারের প্রশ্রয়ে । পরবর্তী সময়ে তার বন্ধুরা তাকে প্রেরণা যোগায় । সামাজিক বৈষম্য ও প্রকৃতির ওপর মানুষের উৎপাত তাকে ক্ষিপ্ত করে । মূলত এই বিষয়ে তার ভাবনা ।