লেখক : প্রভঞ্জন ঘোষ
হিজিবিজি-হরফজোড়া-পিপিলিকা
পিলপিলিয়ে ছোটে
লোমগুলোকে খাড়া করে, লাগিয়ে হাজার
সুড়সুড়ি, আঁক কেটে;
লঝ্ঝড়ে সব পোকামাকড়, কীটপতঙ্গ
চিড়বিড়িয়ে ওঠে!
সামনে টিলা, মাটির ঢ্যালা, পেছনটি জঙ্গুলে
পার্শ্বে শীর্ণ নদী,
ল্যাটপ্যাটে সর, পঙ্করাশি, জলনিকাশি
দৃশ্য নিরবধি-
চিত্তে কি তাই,গান আসে ভাই? কেবল ঝালাই
হৃদয়প্রকোষ্ঠাদি।
রগরগে ইঁট, গোঁজ ও বালি, গাঁথনগুলি খরখরে,
উদ্ভটে, ক্যাটক্যাটে
সব ওল ও কচু, গলায় দিয়ে
উগরানি, ঝঞ্ঝাটে!
হাবিজাবি, মনখারাবি, অসার সবই, তিনবাঁকা
খটমটে।
লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী