কলকাতা তুমি ভাল নেই

কবি: ইচ্ছেমৃত্যু

কলকাতা তুমি ভাল নেই।
তোমার কুঁচকে থাকা মুখ, বিগড়ে থাকা মেজাজ
জানান দিচ্ছে  – তুমি ভাল নেই।

বছর পাঁচেক আগেও যে কিশোর
চায়ের গেলাস ধুতে ধুতে শিস দিয়ে গান করত
তার মুখে এখন শুধুই দু’ চার অক্ষর
আর তার জায়গায় আসা নতুন বালকের
কালিমাখা নিঃস্তব্ধ মুখ জানান দেয়  –
কলকাতা তুমি ভাল নেই…

ঝাঁ চকচকে শপিং মল
পরতে পরতে রং মাখা তরুণীর
তরুণের সাথে কলরোল
আসলেই যেন রং মাখা আর্তনাদ
শহরে রং বেড়েছে ঠিকই, জৌলুসও
কিন্তু প্রাণ ফোটানোর এই কৃত্রিমতা বুঝিয়ে দেয়
কলকাতা তুমি ভাল নেই।

মায়াবী গরু চোখে যে বালিকা মায়া ছড়াতো শহরে
এখন সে চোখ থেকেও ঝরে গেছে মায়া
দয়া-মায়া হীন শহরে সেই চোখ জানান দিচ্ছে
কলকাতা তুমি ভাল নেই।
কলকাতা, তুমি সত্যিই ভাল নেই।


লেখকের কথা: ইচ্ছেমৃত্যু
জন্ম বর্ধমানের বর্ধিষ্ণু গ্রামে। পেশায় নরম তারের কারিগর আর নেশায় – রীতিমত নেশাড়ু, কী যে নেই তাতে – টুকটাক পড়াশোনা, ইচ্ছে হলে লেখা – সে কবিতা, গল্প, রম্যরচনা, নিবন্ধ যা কিছু হতে পারে, ছবি তোলা, বাগান করা এবং ইত্যাদি। তবে সব পরিচয় এসে শেষ হয় সৃষ্টিতে – পাঠক যেভাবে চিনবেন চিনে নেবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।