নতুন অভিঘাত শহরে 

লেখক : পার্থ সরকার

নতুন অভিঘাত শহরে
প্রতিবার আসে
নতুন রাজগন্ধ
রজনীগন্ধা
মানবহীন ফসলের কাছে সুগভীর দৌত্য
মরণে প্রাণশীলতা
কেঁপে ওঠে জীবোত্তর দশা মৌন সংবাদে
আকর্ষী পেঁচিয়ে উঠে আসে সুখ
জ্বালানির কাছে কাঠের নতুন পাঁজর

প্রতিবার
নতুন অভিঘাতে
শহরে ।


লেখক পরিচিতি : পার্থ সরকার
পার্থ সরকার কবিতা লেখেন মূলত তার সেজদা স্বর্গীয় শঙ্কর সরকারের প্রশ্রয়ে । পরবর্তী সময়ে তার বন্ধুরা তাকে প্রেরণা যোগায় । সামাজিক বৈষম্য ও প্রকৃতির ওপর মানুষের উৎপাত তাকে ক্ষিপ্ত করে । মূলত এই বিষয়ে তার ভাবনা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum