স্বীকারোক্তি প্রদানে জলের কাছে সম্প্রদানে

লেখক : পার্থ সরকার

স্বীকারোক্তি প্রদানে
জলের কাছে সম্প্রদানে
মেঘ করে সারাবেলা
বিকল্প অধিপতি
বিষণ্ণ দেবারতি
এক শব্দ না বলা
ক্ষণিক বহতা নদ
অস্ফুট ছায়াপথ
আবছা স্খলনে পাপ
পুণ্য ততোধিক নয়
তবু তো সঞ্চয়
থিতু হোক পরিতাপ
সামান্য হলেও অবশেষে
আবার ছন্দ স্বদেশে।


লেখক পরিচিতি : পার্থ সরকার
পার্থ সরকার কবিতা লেখেন মূলত তার সেজদা স্বর্গীয় শঙ্কর সরকারের প্রশ্রয়ে । পরবর্তী সময়ে তার বন্ধুরা তাকে প্রেরণা যোগায় । সামাজিক বৈষম্য ও প্রকৃতির ওপর মানুষের উৎপাত তাকে ক্ষিপ্ত করে । মূলত এই বিষয়ে তার ভাবনা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন