তাই ভালো

লেখক : প্রভঞ্জন ঘোষ

নাই ভালো তাই ভালো
তাই ভালো নাই ভালো কাঠি,
শুক্ কীট্ নাই ভালো
নাই ভালো ধূলো ঘাঁটাঘাঁটি।

চুম্বক নাই ভালো
তাই ভালো নাই টানাটানি-
ঠন্ ঠনে তীর নাই
নাই ভালো তাই ঝনঝনি।

কন্ঠর রেখা নাই
নাই ভালো, তাই ভালো;
তাই ভালো নাই গোনাগুনি।


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
-আমি কবিতা এবং ছড়া টুকিটাকি লিখতে ভালোবাসি। এবং লিখার পর আনন্দ পাই, যেমন আনন্দ পাই ছিপ্ ফেলে মাছ ধরতে।

3 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum