অতীত, বর্তমান, ভবিষ্যত ও এক রাজা
লেখক : কৌস্তভ দত্ত
অতীত –
বিকৃত, অর্ধদগ্ধ,বেওয়ারিশ অতীত-
ভেসে চলেছে গঙ্গা যমুনার জলে।
উন্নাও হয়ে পাটনা, মালদা হয়ে
সে ভেসে চলেছে মোহনার পানে।
অতীত প্রশ্ন করেনা,বিক্ষোভ দেখায় না,
শুধুই ভেসে যায়,আর বালুচরে আটকে যায়।
বর্তমান –
ব্যাংক থেকে শুরু …