অতীত, বর্তমান, ভবিষ্যত ও এক রাজা

লেখক : কৌস্তভ দত্ত

অতীত –
বিকৃত, অর্ধদগ্ধ,বেওয়ারিশ অতীত-
ভেসে চলেছে গঙ্গা যমুনার জলে।
উন্নাও হয়ে পাটনা, মালদা হয়ে
সে ভেসে চলেছে মোহনার পানে।
অতীত প্রশ্ন করেনা,বিক্ষোভ দেখায় না,
শুধুই ভেসে যায়,আর বালুচরে আটকে যায়।

বর্তমান –
ব্যাংক থেকে শুরু …

এক অন্য বৈশাখের স্বপ্ন

লেখক : কৌস্তভ দত্ত

আমার শহর আজ ক্লান্ত,
যুদ্ধ বিধ্বস্ত।
কালোবাজারির গোলক ধাঁধায় সে হারিয়েছে পথ।
একাত্তরের পর আবার তার ঘুম ভাঙে-
তীব্র সাইরেনের শব্দে।
মোচড় দিয়ে ওঠে সন্তান হারানোর যন্ত্রনা।
উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম,
ছুটে চলেছে সাইরেন, …

রাজার সেকাল রাজার একাল

কবি :  কৌস্তভ দত্ত 

আজ কিছু রাজার কথা লিখি ;
ইতিহাস যাদের মনে রেখেছে চিরকাল।
সে এক রাজা ছিল, 
বাবার কথা রাখতে যে অবলীলায় বনবাসে গিয়েছিলো।
সে এক রাজা ছিল, 
ইন্দ্রকে তাঁর  কবজ কুন্ডল যে অবলীলায় দান করেছিল।
সে এক …

রাগ করেছি আমি

কবি :  কৌস্তভ দত্ত 

বাবা আজ কাজে যায় না অনেক দিন।
আমার আর ভাইয়ের স্কুলও বন্ধ অনেক দিন।
বাদাম গুলো আমি আর ভাই ভাগ করে খেয়েছি, 
ঝাল মটর গুলো আমি একা, খুব ঝাল তো তাই ভাই কে দিই নি ।…

তিলোত্তমা

কবি: কৌস্তভ দত্ত


প্রাণবন্ত চঞ্চল মেয়েটা আজ যেন কেমন
বড্ডো চুপচাপ হয়ে গেছে।
আজ সে আর হাসে না, ছোটে না,
গলা জড়িয়ে ধরে অভিমানী চোখে কাঁদে না।
সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সাহেব যখন এসেছিলো তার কাছে —
তখন সে …

অন্য রকম স্বাধীনতার স্বপ্ন

কবি: কৌস্তভ দত্ত

আমি কোনো নারীবাদী নই,
নই কোনো পুরুষতন্ত্রের পূজারী,
আমি কবি,
আমি স্বপ্ন দেখি,
আর গান লিখি।
আমি মুক্তির গান লিখি।
আমি স্বপ্ন দেখি এক নতুন ভোরের,
এক অন্য রকম স্বাধীনতার দিনের।
আমি স্বপ্ন দেখি সেই স্বাধীনতার দিনটার,…

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন