ভাসমান

লেখক : রাজীব চক্রবর্ত্তী

শ্রাবণের জলছবি ফিকে হয়ে এলে,
আবছায়া রেখাটুকু আঁকড়িয়ে
আঁচড় কাটা শূন্য পাত্রের বুকে,
অন্তহীন অপেক্ষায়…

হয়ত কোথাও জ্বলবে আগুন
উঠবে ধোঁয়া আবেগ হয়ে,
ফেনার বুকে ভাসবে সুবাস
পিপাসিত প্রাণ পা বাড়াবে।

চলতে থাকা, জ্বলতে থাকা
অনিশ্চিতের …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন