শুয়োর কবি
লেখক : রাজীব চক্রবর্ত্তী
উসকো খুসকো চুল, এক মুখ দাড়ি, ঢোলা পোষাকের লোকটার পরিচয় ছিল শুয়োর কবি। এই অদ্ভুত নামের একটা ইতিহাস আছে। বন্ধুদের মতে, কলেজে পড়ার সময়ই তার কবিতার রোগ ধরে। বন্ধুদের জোর করে কবিতা শোনাত। শুনতে না চাইলেও …
rajib30121970@gmail.com
উসকো খুসকো চুল, এক মুখ দাড়ি, ঢোলা পোষাকের লোকটার পরিচয় ছিল শুয়োর কবি। এই অদ্ভুত নামের একটা ইতিহাস আছে। বন্ধুদের মতে, কলেজে পড়ার সময়ই তার কবিতার রোগ ধরে। বন্ধুদের জোর করে কবিতা শোনাত। শুনতে না চাইলেও …
হাওয়াবাতাসহীন অসহ্য সময়
কতটা দীর্ঘ হলে বৃষ্টি নামে বলা কঠিন!
তবে,
চাপ যখন বাড়তে থাকে,
অলক্ষ্যে গুরুগুরু শব্দ শোনা যায়।
বাষ্পের ক্রোধ জমে মেঘ হয়ে ওঠে,
ধীরে ধীরে জলধারা নামে
শান্ত, উত্তপ্ত পৃথিবীর বুকে।
প্রথমে সিক্ত …
দেখতে দেখতে ইংরেজি বছরের একটা মাস কেটে গেল। আমরা নতুন বছরে নতুন আঙ্গিকে পথচলা শুরু করেছিলাম। উদ্দেশ্য ছিল নানা ধরণের লেখা প্রকাশের মাধ্যমে সাহিত্য চর্চার একটা মুক্ত প্রাঙ্গন গড়ে তোলা। যে প্রাঙ্গন থেকে জন্ম নেবে এক …
নিঃসীম অন্ধকার মাঝে ভেসে ওঠো,
মনে হয় আগলে রাখি যত্ন দিয়ে তোমায়।
যখনই ছুঁতে যাই
পলকে হারাও গহীন তিমিরে।
স্বপ্নের চরাচরে বারবার
পদচিহ্ন রাখি দুরত্যয়ে।
চলতে চলতে কতবার ভুলেছি পথ,
হারিয়েছে সময়ের দিশা অজানা আহ্বানে।
রাতের …
১৪৩০ বঙ্গাব্দকে বিদায় দিয়ে আমরা প্রবেশ করলাম ১৪৩১ বঙ্গাব্দে। লেখালেখির সাথে যুক্ত সব অক্ষরকর্মী, পাঠক, শুভানুধ্যায়ীদের জানাই নতুন বছরের শুভেচ্ছা।
ঠিক এক বছর আগে লেখালেখির তৎকালীন সম্পাদক মাননীয় সম্বিত শুক্লা মহাশয়কে এক গুরুদায়িত্ব অর্পন করা হয়। লেখালেখি …
শ্রাবণের জলছবি ফিকে হয়ে এলে,
আবছায়া রেখাটুকু আঁকড়িয়ে
আঁচড় কাটা শূন্য পাত্রের বুকে,
অন্তহীন অপেক্ষায়…
হয়ত কোথাও জ্বলবে আগুন
উঠবে ধোঁয়া আবেগ হয়ে,
ফেনার বুকে ভাসবে সুবাস
পিপাসিত প্রাণ পা বাড়াবে।
চলতে থাকা, জ্বলতে থাকা
অনিশ্চিতের …
অজানাকে জয় করে
লিখেছ বিজয়গাথা,
সভ্যতা
তুমি অজাতশত্রু নও।
পদচিহ্ন মাঝে
নিটোল স্বার্থের জাল,
মদির আঁখিতে ধরা দেয়
ধর্মজীবির দল।
নোনা আস্বাদে শ্বাপদের হাসি
রক্ত নদীতে ডাকে বান।
হিংসার গরল স্রোত
রাজপথ, গলিপথ জুড়ে,
দেবালয়, শান্তির …
ওরা প্রাণপণে ভালবেসেছিল,
উত্তাপ নিয়েছিল বুক ভরে।
শরীরে শরীর মিলেছিল, শুধু
মেলেনি ঈশ্বর। তাই,
হিমঘরে বাসর পেতেছিল।
মেরুদন্ড খোঁজেনি মেরু,
ওরা আগুন হাতে
আঁধারে পথ হেঁটেছিল।
অন্ধ কুঠুরিতে একদিন,
তারা ভরা রাতে
মৃত্যু আলো জ্বেলেছিল।
বুকে …
অস্তাচল বেলা, গোধুলির আলো আঁধারে
দেখি কত নবীন প্রাণ কোলাহল করে।
কি কথা বলে ওরা কান পেতে শুনি –
অভিযোগমালা নাকি আশ্বাস বাণী!
সামনে আমার আজ এসেছে আগামী
ওদের বিচারসভায় দাঁড়িয়েছি আমি,
কুন্ঠিত নই মেনে নিতে …
রথের দিন রাত্রে আড্ডা যখন প্রায় শেষের মুখে, হাবু এল ঠেকে। হাতে পলিথিন ভর্তি বড় বড় পাঁপড় ভাজা।
কি রে, রথের মেলায় গিয়েছিলি!
ধুর! যাওয়া মানেই খরচা। এখন প্রতিটা সুযোগের সদ্ব্যবহার করতে হবে।
সুযোগের সদ্ব্যবহার মানে? …
লকডাউনের বাজার। নাইট কার্ফু। তার মধ্যে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। পুলিসের নজর বাঁচিয়ে আমাদের আড্ডা জমে উঠেছে। ভুতো হঠাৎ বলে উঠল, সিঙ্গারা হলে জমে যেত। কোণার দিকে ধোঁয়ার কুন্ডলীর মধ্যে থেকে হাবু ব্যঙ্গ করে বলে উঠল, …
গত বছর এপ্রিল থেকে হাবুর সময়টা খুব কষ্টে কেটেছে। লকডাউন শুরু হতেই কাজটা চলে যায়। তারপর সব্জি, দুধ, আরও টুকিটাকি জিনিস বিক্রি করে কোনওরকমে দাঁতে দাঁত চেপে টিকে থাকে। বন্ধুদের সহায়তা আর রাজনৈতিক দলের সাহায্যে চলা …