জলস্রোত
লেখক : রাজীব চক্রবর্ত্তী
হাওয়াবাতাসহীন অসহ্য সময়
কতটা দীর্ঘ হলে বৃষ্টি নামে বলা কঠিন!
তবে,
চাপ যখন বাড়তে থাকে,
অলক্ষ্যে গুরুগুরু শব্দ শোনা যায়।
বাষ্পের ক্রোধ জমে মেঘ হয়ে ওঠে,
ধীরে ধীরে জলধারা নামে
শান্ত, উত্তপ্ত পৃথিবীর বুকে।
প্রথমে সিক্ত …