মৃত্যুশেষে
লেখক : সমীর মন্ডল
সায়াহ্ন শেষে ধূলিচ্ছন্ন নগরের পথে,
বিষম লোকের মাঝে অন্তিমের প্রস্তুতি
ক্ষনে ক্ষনে ভেসে উঠে স্বজনহারার আকুতি,
সমাপ্ত, চারকুড়ি-এর খেলা।
ওঠাপড়ার জীবন জুড়ে প্রাপ্তি যত কিছু,
শেষের বেলায় সঙ্গ দিতে কেউ নেয়নি পিছু
দাম্ভিকতা আর হিংস্রতায় কতই …