প্রণবনামা
লেখক: রতন চক্রবর্তী
প্রণব মুখোপাধ্যায় মনেপ্রাণে বাঙালি ছিলেন, নেতা ছিলেন সমদর্শী সর্বভারতীয়। তবে সর্বত্যাগী সাধুনেতা তিনি নন। বরং নিজ স্বার্থ, দলীয় স্বার্থ, জোট রাজনীতির পর্বে জোটের বাস্তবতার স্বার্থে তিনি আপাদমস্তক নিমজ্জিত ছিলেন। কিন্তু এর কোনো স্বার্থের সঙ্গে দেশের স্বার্থের বিনিময় …