স্পর্শ (ছোটগল্প)
লেখক: মিত্রা হাজরা
রোজের জীবনের খুঁটিনাটি ভুলে যায় ঝিনুক, কোথাও বেড়াতে গেলে। আকাশে বাতাসে যেন আশ্চর্য স্বাধীনতা, মাছরাঙাটা টুপ করে ডুব দিয়ে মাছ ধরে নুয়ে পড়া গাছের ডালটায় বসে, মাঠ ঘাট, পথের দৃশ্য ঝিকঝিক, ঝুকঝুক,ট্রেনের সাথে পালটে পালটে যাচ্ছে। সামনেই …