একাকীত্বের লোভে
লেখক : অর্দ্ধেন্দু গায়েন
শীতের আগেই যদি তুমি আসো সুপর্ণা,
কোনো কাজ রাখবো না এই কয়েক মাস।
প্রত্যেকটি সকাল থেকে সন্ধ্যা শীত ঘুমে
কাটিয়ে দেব,ভয়ঙ্কর একাকীত্বের লোভে।
নির্জন পুরীর সমুদ্র সৈকতে,
তোমার উষ্ণতায় জড়িয়ে থাকবো আমি।
অতীতের স্মৃতিগুলো খুঁজতে খুঁজতে,…