কল্পনা
লেখক : লাম্মি খাতুন
কল্পনাতে তুমি বটবৃক্ষ।
ফাঁকা মেঠোপথের ধারে
যেখানে গ্রীষ্মের তপ্ত দুপুরে
মেঠো কৃষক, রাখাল, ক্লান্ত রমনী, হাঁটুরের দল
শান্তি খুঁজে পাই।
আমি এর ব্যতিক্রম নয়,
তোমার ছায়াতলে, হাতের নাড়ালে, শুভ্র চরণে
কী শান্তি তা কি বোঝান যায়?…