আমি ডাষ্টবিনের পাশে নবজাতক বলছি
লেখক : অমিত হাসান তুহিন
আমি ভুল সময়ে জন্মেছিলাম
আমার সময় তখনো আসেনি।
আমার হাতে নরম নখে দিয়ে আঁকড়ে ধরার চেষ্টা করেছি।
লাভ হয়নি! আমার নাড়ীর স্পন্দন কর্তন করা হয়েছে।
প্রতিযোগিতায় জয়ী হয়ে আমার জীবন হয়নি শুধুমাত্র শিরদাঁড়া হয়েছে।
মা …

