শূন্য থেকে থেকে … সভ্যতা ৩৪
লেখক : মৌ চক্রবর্তী
কতদিন আড়ালে আড়ালে দেখেছি তোমায়
একা জানলায়
একা সন্ধ্যাবাগানে এসে যে ছায়া ঘনঅন্ধকারে গাছ সাজে
যে আড়াল তার পাতাটিকে জানে মনের তীরে
কতদিন দেখেছি তোমায় এমন
তুলসীর মতন ভেজা পায়ে হেঁটে যেতে যেতে
মনসার কাঁটা ঝোপ …

