এক ফালি চাঁদ

লেখক : নীলনথ

এক সময় ফুরায়
দিনের দীনতা।
পাখিরা ডানা ঝাপটিয়ে
ঝেড়ে ফেলে ব্যাস্ততা।
শঙ্খের সুরে সুরে
নামে সাঁঝবেলা।
এটা এক গাঁয়ের
শেষের ও পর।
চারপাশের চরাচর
বড় মায়াময়;
যেমন এই জীবনটা।


লেখক পরিচিতি : নীলনথ
জন্মস্থান ও বসবাস বহরমপুর, মুর্শিদাবাদ।গল্পস্পর্শী জীব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।