শীতের আবাহন!

লেখক : অম্লান ঘোষ দস্তিদার

এই নিত্যনতুন ডাক, চেনা পত্রের অভাব,
ভাঙা ঘর, রঙহীন দেওয়াল, আসন্ন সন্ধ্যেবেলায় নিভুনিভু নিস্প্রভ প্রদীপের দপ দপ করে জ্বলতে থাকা আলো। সবই গেছে অস্তাচলের খাতায়।

নিরবধি চলতে থাকা জীবন, তারিয়ে ফেরা ধুলো মাখা ধেনু, নগ্ন পায়ে জমে যাওয়া ধুলোময় শিশির কনা।

একাকীত্বের একাকীত্ব, এও এক মনের বিভ্রম বটে!

সঙ্গী তো দূর দুরান্ত থেকে ছুটে আসা পাখিরাও হয়? হয় গাছের ছায়া, হয় বিকেলের স্নিগ্ধ মিষ্টি ফুলের ঘ্রান, না হয় কুয়াশায় ঝরে যাওয়া বিকেল সূর্যের গান..!

লেখক পরিচিতি : অম্লান ঘোষ দস্তিদার
সৃষ্টির মর্মনিয়ে মুক্ত চিন্তার সাধারন এক মানুষ। একজন বাংলাদেশী, জন্ম বরিশালের পটুয়াখালী জেলায়। গান, গিটার, ঘুরাঘুরি ও গান সৃষ্টি করতে ভালবাসেন। পেশাগতভাবে চাকুরীজীবি ও সিএ অধ্যায়নরত।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।