অখণ্ড গোলাকার লকআপ
লেখক : পার্থ সরকার
বরং একটা কথা দেওয়াই যাক
নিতে হবে কিন্তু
ব্যাপক নিস্তব্ধতা
গোলাকার কোলাহলের ভিতর
এক মরশুমি আহাম্মক
ব্যাপক চতুরতা
পায়ে পায়ে
চলে যায় কথা
রহস্য
নমস্য নিমতিতা
তবু, কথা দিলাম
এপ্রান্তের সব হলাহল আমার
তোমার নয়
কথা …
parthasarkar091267@gmail.com
বরং একটা কথা দেওয়াই যাক
নিতে হবে কিন্তু
ব্যাপক নিস্তব্ধতা
গোলাকার কোলাহলের ভিতর
এক মরশুমি আহাম্মক
ব্যাপক চতুরতা
পায়ে পায়ে
চলে যায় কথা
রহস্য
নমস্য নিমতিতা
তবু, কথা দিলাম
এপ্রান্তের সব হলাহল আমার
তোমার নয়
কথা …
কিছুটা সময় চেয়ে নেয় রেফারী
বিছিন্ন হওয়ার আগে
গোল গোল ত্রিভুজ
পাদপদ্ম্যের কাছে ভাঙা কাচের নীল ছুটি
একটু বিকেল খুনসুটি
আরো কিছুটা সময় চেয়ে নেয় রেফারী
বিছিন্ন হওয়ার আগে
অতিরিক্ত সময়ের পর
পেনাল্টি হওয়া বাকী ।…
বাদ পড়ে আছে বহু প্রকল্প
আজ বড় ভিড়
সুললিত তীর্থে
আজ অভিমানে বেড়াতে গেছে
নবনির্মিত কোলাজের বহু সংকল্প
তবু, বিষাদের কথা যদি বলতেই হয়
তবে বলতেই হয়,
আজ কারোর সাথে দেখা হয়নি
বিচ্ছিন্ন দ্বীপ
আর বিচ্ছিন্ন …
সামান্য প্রশান্তি অনতিদূরে
খেদ প্রাক্তন বনিবনার
ছেড়ে যায় জাহাজ বন্দর পুকুর
বিষণ্ণ মুখ মুকুরে
বৃষ্টি পড়ে টাপুরটুপুর
যদিও কৃষি সামান্য অনতিদূরে
হৃদয়পুরে
সামান্য সামান্য সব কিছু সমস্তপুরে
নিমগ্ন ভাপ
অলীক বোধন
খড়ের কাছে নিমিত্ত তাপ
বেজে …
মরণের পথে শোভাযাত্রা
মাতোয়ারা খুলিকাঠি
শান্ত রচনায় প্রবাদপ্রবচনে হালখাতা
হলঘরে মাটি কাটে শীতলপাটি
ঘুমিয়ে আছে হলধর
সেচের প্রগতি প্রথাগত
জানলা দিয়ে উঁকি মারে
এক পাপ, পাপক্ষয় দিনগত
সকাতর রক্ত পথ
দরজা শেষ
লাল কুঠুরির দেশে…