লিলিপুট্-কুরকুট্

কবি : পার্থপ্রতিম সিংহ

লিবিয়া থেকে এলো
গোটা দুই লিলিপুট্ !
ফিজি থেকে সুজি কিনে
কোরিয়ার কুরকুট্ ।

চিন থেকে চিনি কিনে
সোজা গেল হাইতি ,
উরুগুয়ে থেকে তারা
কিনে আনে গাঁইতি !

সেই থেকে ব্রেকফাস্ট্
নয় কাঁটা চামচে ,…

আমি শুধু ভালোবাসা নই

কবি: গৌতম চট্টোপাধ্যায়

অতিনীল পৃথিবীহীন গূঢ়তায় ডুবে আছি আমি–
আমি পাখী নই, নই সক্রেটিস, ব্রাউনিং কিম্বা
নব্বই’এর সাহিত্য-নোবল্ অক্টোভিও পাজ–,
আমি কুলগামে গুম-খুন;
আমি সন্ত্রস্ত সুন্দর কাশ্মীরের অলিতে গলিতে
আর দন্তেবাড়ার নকশালীতে ঘেরা ঘন জঙ্গল;
বা সেনার নিঃশব্দ প্রতিশোধের
বিনিদ্র …

এসব অপেক্ষা শেষে

কবি: নিঃশব্দ আহামদ

আমি তাকালাম, উড়ে যাচ্ছে রোদ
কোথাও পুঞ্জীভূত মেঘে জমে গেছে খেদ-
তাই আর আসা হলো না
শুধু ভাবনার অতল থেকে তুলে আনো সংশয়
বৃষ্টিধোয়া সন্ধ্যা এক ভিজিয়ে যায় চোখ।

টুংটাং শব্দ তুলে পেরিয়ে যাবার কালে দ্বি-চক্র যান…

সভ্যতার আর্তনাদ

কবি: সৌরভ চক্রবর্তী

ওহে মানুষ,
তুমি বড়ই তুচ্ছ
প্রকৃতির রোষে
তুমি বড়ই তুচ্ছ।

মাত্র কয়েক ঘন্টা,
মানুষের সাধের সভ্যতা
মাটিতে মিশে গেছে।
শেষ হয়েছে অহংকার।

আজ শুধুই হাহাকার,
মানুষ শুধু কাঁদছে
মানুষ আজ অসহায়।
যেদিকে তাকাও দেখো
ঘূর্ণিঝড়ের প্রলয় নাচন।…

পথ

কবি: তনুশ্রী বাগ

কেউ, এমনও ভাবনায় বহুদূর যাই
হাত ধরি, অপরাধ গ্রহণ করি, হাঁটি

লালধুলা, কাঁকরের পথে কে যেন
রেখে গেছে হাওয়ার দশদিক,
লুকিয়ে ফেলা চিঠির
কবেকার ক্লান্ত মুখ, ধীর, উড়ে যায়
চাঁদের বিশ্রামে

তবু হাঁটি। পথ পড়ে থাকে, গৃহী …

আদর্শ

কবি: ইচ্ছেমৃত্যু

আমি তোমার মতো হতে চেয়েছিলাম
চেয়েছিলাম তোমার আদর্শে বড় হতে
অথচ তখন আদর্শ বোধ আসেনি
তখন আদর্শ কুয়াশার ওপারের শব্দ
শোনা যায়… ঠিক বোঝা যায় না।
তবু আমি আদর্শ গড়েছিলাম  –
অথচ তুমি চাওনি তোমার মত হই
ওরা …

অভিজ্ঞান

কবি: উত্তম চৌধুরী

কোনও পথ চূড়ান্ত নয়।

আলোর উলটো দিকে চোখ
টেনে আনে অযাচিত ভয়।

আঁধিমুখ দেখেছ কখনো?
সুনামির ভয়াবহ শ্বাস?
আমফানের তীব্র বাতাস?

ভারবাহী উটের মতোই
অনেকের পথ ক্লান্তিকর।
অভিজ্ঞানে জেনেছে মানুষ 
কখন ভেঙেছে কার ঘর।


ছবি: প্রণবশ্রী হাজরা…

তিনি

কবি: সন্দীপন ভট্টাচার্য্য

আমি মন পুড়িয়েছি অপেক্ষার অনুভবে
পরিচ্ছদের মতো পাল্টে ফেলেছি নিজেকে।
অনুভূতি আলোচনায় কথা বলে
আগুন ছাড়াও আলো জ্বলে। 
তোমার প্রিয় আধুনিক ছেলেখেলা
আমি তার এক অংশ অবহেলা।
সত্যে অপরূপ রসে সূর্য অস্তগামী
কোন ঘরানার নিবদ্ধ ছিলে তুমি! …

গুচ্ছকবিতা

কবি: প্রীতম বসাক

(১)

দুঃখকে আমরা সর্বসম্মতিক্রমে বেড়ে নিলাম থালায়
একটা নদীতর জীবন বসালাম পিঠে

চলো পৃথিবীর দীর্ঘ অপমান নিয়ে কথা বলি
ফেলে আসা আশ্চর্য আর নীরবতা দিয়ে পিঁড়ি বানাই

গল্পের মাঝে মাঝে বাক্যের গঠন বিষয়ে আলোচনা হবে
জীবনের মলিকুল …

পাগলটা হাসছে

কবি: রাজীব চক্রবর্ত্তী

রাজার অসুখের সেই পাগলটাকে মনে আছে?
সেই পাগলটা! যার কাছে খাওয়াটা ছিল একটা ঝঞ্ঝাটের ব্যাপার।
 খাওয়া নিয়ে তার কোনও মাথা ব্যাথা ছিল না। খাবার পেলে খেত না পেলে নয়।
 
খাবার পাওয়া গেলে তবেই তার খিদে পেত! …

গন্তব্য

কবি: তনুশ্রী বাগ

তোমাকে খোঁজার দরকার ছিল খুব,
তড়িঘড়ি মিশে যাই পথচলতি ভিড়ে

আমার বেশ লাগে মানুষের সান্নিধ্য, ভিড়…
পা ঘষে ঘষে, এ ওর দিকে তাকিয়েও কিছুতেই
এগোনো যায় না যতক্ষন না 
পেছনের মানুষের ধাক্কা খাওয়া যায়, সজোরে

সেই ধাক্কা- …

দ্রোহকাল শেষে

কবি: রাজীব চক্রবর্ত্তী

এই দ্রোহকাল শেষ হয়ে গেলে
ঝরবে রক্ত জানি পলাশ শিমুলে,
ভালবাসা হয়ে।

গোলাপের পাঁপড়িরা দেবশিশু হবে,
রক্তিম কলরবে সুরভি ছড়াবে
রাজপথ ছুঁয়ে।

ঘুমোবে না ঈশ্বর বন্ধ মনের ঘরে,
হাসিমুখে যাবে হেঁটে মেঠোপথ ধরে
বুকে নিয়ে ফসলের ঘ্রাণ।…

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up