উভচর
লেখক : সুরজিৎ সামন্ত
ওপার জুড়ে সন্ধ্যা নামার বিরাট আয়োজন
বাউলীয় চুম্বনে রক্তিম তার উল্লাস
এপারে আমি বহুজন্ম সাঁতার দিয়ে,
দিগন্ত মাঠ পেরিয়ে,
অপেক্ষা করছি মধ্যরাতের।
যখন মরমি কচুপাতাও শুনবে শিশিরের গান,
দিনমনির ক্লান্ত পরশে তরণীবক্ষে পশরা সাজিয়ে বসবে মোহময় …