এক গুচ্ছ কামিনী

লেখক : ইউসুফ জামিল

এখনি যেও না চলে
একটু দাঁড়াও হে রমনী,
ভালোবেসে হাতে দেব তুলে
এক গুচ্ছ কামিনী।

এখনি যেও না ফেলে
নামবে হৃদয়ে যামিনী,
মাত্র সবে তো এলে
প্রিয়া অমার সজনী।

তুমি পাশে আছো বলে
মুখরিত লাগে এই ধরণী,
সুগন্ধ বাগিচায় ফুলে
সুবাস বিলায় চামেলী।

তুমি পাশে আছো বলে
আলোকিত এই রজনী,
জোছনা বিলায় চাঁদ
ভুবন ভোলানো চাঁদনি।

তুমি পাশে আছো বলে
ফুটে আছে কত ফুল!
প্রাণবন্ত আছে মালা
সুবাস বিলায় বকুল।

এখনি যেও না চলে..
খোপায় গুঁজে দেব ফুল,
তোমায় সাজিয়ে দেব ফুলে
কানেতে পরাবো ফুলের দুল।


লেখক পরিচিতি : ইউসুফ জামিল
Yousof Jamil (Bengali: ইউসুফ জামিল) is a Bangladeshi well known writer, author, Blogger, Musical artist, Composer who born and brought in Gazipur. From childhood he was very found of writing. In 2021 published his first book " Bela Obelar Kothakoli" from India. Yousof Jamil is also a emerging musical artist who already verified artist on Spotify and other musical platforms. His music available on international music platform like Spotify, Deezer, Apple music, Soundcloud, Tidal, Amazon music, Pandora etc. So please support him and boost him up in his journey become a great artist and writer.

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।