জলে ভিজে

কবি: মিত্রা হাজরা

মেঘ যদি ঝর ঝর ঝরে পড়ে
কাক ভিজে হয় যদি দর্শক,
যুঁই আর কনকচাঁপার ফুল
ঝরে পড়ে আঙিনায়
মন হয় উদাস বাউল।

জীবনের ক্লান্তি নেয় বিরাম
স্মৃতির কাঁথায় কত কারুকাজ
রং মিলিয়ে রিফু, জোড়াতালি
স্বপ্ন রঙিন পথ, একাকার।

ওহে চাঁদ, এখন ঘুমাতে যাও
বর্ষার জলধারায় শান্ত হয়ে,
থাক বাকি জোছনা ঢালা এখন
তোমার ও তো বিশ্রাম দরকার
আর কত রাত একা জেগে থাকা।

শিশু ভাসাক কাগজ নৌকো
রূপসী উপোসী বউ করুক অপেক্ষা
আপনজনের
মেঘের হাতে পাঠিয়ে চিঠি।
আমি ছেঁড়া কাঁথাটায়
দিই আরো কটা টোপ।

এই বৃষ্টিতে ঘরই সমুদ্র
কাঁথাটা জড়িয়ে কাটাতে হবে তো কটা রাত!
মনের মধ্যে জল থইথই
তারই সুখে ভিজে
স্নিগ্ধ হই বরং।


লেখকের কথা: মিত্রা হাজরা
আমি মিত্রা, লেখালেখি করতে ভালোবাসি, কবিতা, ছোটগল্প লিখি মাঝে মাঝে। বই পড়তে ও গান শুনতে ভালোবাসি। পড়ি শংকর এর লেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর লেখা, আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প আমার খুব প্রিয়। জীবনানন্দ দাশ, রুদ্রমুহম্মদ শহিদুল্লা, সুনীল, বিষ্ণু দে এর কবিতা পড়তে ভালোবাসি। আমার লেখা পড়ে আপনাদের ভালো লাগলে বা খারাপ লাগলে অবশ্যই জানাবেন।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।