ভুত সম্পর্কে মজাদার কবিতা

লেখক : ওমর ফারুক

বাড়ির পাশেই ছিল
পুরাতন এক রেলস্টেশন।
সেখানেই ছিল ভুতেদের খেলা-বেলা;
আমি গিয়ে জিজ্ঞেস করি বটে,
কাজ কাম নাই তোদের তবে।
তারা হাউমাউ করে উঠে বলে,
কাজ তো আছে বটে
মনীষীর রক্ত পান।
হি হি হি হি হি
তা ছাড়িয়া কোন কাম
আসে নাকো ঘুটে।
তাইতো বলি,
হাউ,মাউ,খাও-
মনীষীর গন্ধ পাও।


লেখক পরিচিতি : ওমর ফারুক
ওমর ফারুক সরদার, কবি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন