মার্কশিট
লেখক: রুবাই শুভজিৎ ঘোষ
মার্কশিট হাতে নিয়ে প্রণাম অথৈ জলে। কি জবাব দেবে বাবা মাকে? তিনটে সাবজেক্টে টায়ে-টুয়ে পাশ। অথচ এরকমটা তো হওয়ার কথা নয়। সে বরাবরই ক্লাসের প্রথম পাঁচজনের মধ্যে থাকত। মাধ্যমিকেও দারুণ রেজাল্ট করেছিল সে। কিন্তু তারপরই বাধল …

