দু’রাত
কবি: মৃত্যুঞ্জয় হালদার
কি জানি কোন উপেক্ষার উপসংহারে
উপোস ভাঙলো একাদশী রাত
এখন তো দুদিন করে সব তিথি যোগ
বিয়োগের বিয়োগান্তক নাটকে
নামী অভিনেতার মতো সিন্ধু সিঞ্চন
প্রশান্তি প্রাণে শান্ত সহবাসে
তৃপ্তির শীৎকারে সার্থক রাত
কোন তিথি যোগে জেগেছিল নদী …