লেখক : পার্থ সরকার
কিছুটা সময় চেয়ে নেয় রেফারী
বিছিন্ন হওয়ার আগে
গোল গোল ত্রিভুজ
পাদপদ্ম্যের কাছে ভাঙা কাচের নীল ছুটি
একটু বিকেল খুনসুটি
আরো কিছুটা সময় চেয়ে নেয় রেফারী
বিছিন্ন হওয়ার আগে
অতিরিক্ত সময়ের পর
পেনাল্টি হওয়া বাকী ।
লেখক পরিচিতি : পার্থ সরকার
পার্থ সরকার কবিতা লেখেন মূলত তার সেজদা স্বর্গীয় শঙ্কর সরকারের প্রশ্রয়ে । পরবর্তী সময়ে তার বন্ধুরা তাকে প্রেরণা যোগায় । সামাজিক বৈষম্য ও প্রকৃতির ওপর মানুষের উৎপাত তাকে ক্ষিপ্ত করে । মূলত এই বিষয়ে তার ভাবনা ।
-মানে ঠিক বুঝতে পারলাম না।
তবে বহ্যিক কাঠামোটা ঠিক ই আছে
-মানে ঠিক বুঝতে পারলাম না।
তবে বাহ্যিক কাঠামোটা ঠিক ই আছে