তিনি

কবি: সন্দীপন ভট্টাচার্য্য

আমি মন পুড়িয়েছি অপেক্ষার অনুভবে
পরিচ্ছদের মতো পাল্টে ফেলেছি নিজেকে।
অনুভূতি আলোচনায় কথা বলে
আগুন ছাড়াও আলো জ্বলে। 
তোমার প্রিয় আধুনিক ছেলেখেলা
আমি তার এক অংশ অবহেলা।
সত্যে অপরূপ রসে সূর্য অস্তগামী
কোন ঘরানার নিবদ্ধ ছিলে তুমি!
দুঃসহ তাপে আকার বদলায় গিনি
মেজাজে কঠিন স্বভাবে নমনীয় তিনি। 


লেখকের কথা: সন্দীপন ভট্টাচার্য্য
নাম সন্দীপন ভট্টাচার্য্য। বর্তমানে বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইতিহাসে এম.এ করছি। আমার কাছে কবিতা মানে অল্প শব্দে অনেক কিছু বলা।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

7 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।