ফাম ফাতাল
লেখক : দামিনী সেন
নিজের মহলেরই পিছনের ছোট্ট অংশটায় দাঁড়িয়েছিল সে। মহলের একমাত্র গবাক্ষটি এখানেই। উঁচু প্রাসাদের পিছনের অংশ ঢালু হয়ে নেমে গেছে নিচের দিকে। অনেকটাই নিচে। ওখানেই ইউরোটাস নদীতীরে শহরের মূল বন্দর। এদেশের অন্যান্য অনেক বসতির মতো এ’ বন্দরের …